গত আগস্টে মাত্র ৮ হাজার ৭০০ পর্যটক গ্রহণ করেছে জাপান, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯ দশমিক ৭ শতাংশ কম। নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপের কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির পর্যটন খাতে ধস নেমেছে। অবশ্য জুলাইয়ের চেয়ে পর্যটক আগমন কিঞ্চিৎ বেড়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।

জাপান পর্যটন সংস্থা (জেটিএ) কর্তৃক প্রকাশিত উপাত্তে দেখা গেছে, জুলাইয়ে করা ৩ হাজার ৮০০ পর্যটক আগমনের পূর্বাভাসের চেয়ে আগস্টে দ্বিগুণ পর্যটক এসেছে। এছাড়া গত মে মাসের রেকর্ড সর্বনিম্ন ১ হাজার ৬৬৩ পর্যটকের চেয়ে অনেক বেশি। ১৯৬৪ সাল থেকে পর্যটন উপাত্ত রাখার পর গত কয়েক মাসে পর্যটক আগমনে সর্বোচ্চ খরা দেখা দিয়েছে।

আগস্টের উপাত্তের মাধ্যমে টানা ১১ মাস জাপানে পর্যটক আগমন কমেছে। সিউল ও টোকিওর মধ্যে উত্তেজনার জেরে দক্ষিণ কোরিয়া থেকে পর্যটক আগমনে পতনের জেরে গত অক্টোবরে জাপানে পর্যটক আগমন কমেছিল। অবশ্য গত কয়েক মাসের তুলনায় আগস্টে পর্যটক আগমন কিঞ্চিৎ বাড়ার পেছনে জাপানে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার বিষয়টি ভূমিকা রেখেছে।

বিশ্বের ১৫৯টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও জাপানে আবাসিক মর্যাদা রয়েছে এমন ব্যক্তিদের জন্য এবং যে দেশগুলোয় কভিড-১৯ সংক্রমণ কম কিংবা নিয়ন্ত্রণে রয়েছে, তাদের নাগরিকদের প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে। এমন দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম ও সিঙ্গাপুর।

বণিক বার্তা