শিগগিরই আইফোন ১২ সিরিজের আওতায় নতুন চার ডিভাইস উন্মোচন করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ডিভাইসগুলোর দাম প্রত্যাশার চেয়ে বেশি হবে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবর ইটি টেলিকম।

গত ১৫ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্ট অনুষ্ঠিত হয়। বরাবরেই মতোই প্রত্যাশা করা হচ্ছিল অ্যাপল ইভেন্টে নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রম ঘটনার সাক্ষী হয় অ্যাপল পণ্যপ্রেমীরা। অ্যাপল ইভেন্টে নতুন ট্যাবলেট এবং অ্যাপল ঘড়ির হালনাগাদ সংস্করণ আনলেও আইফোন উন্মোচন করেনি অ্যাপল। তবে শিগগিরই আইফোন ১২ সিরিজ উন্মোচন করা হবে বলে মনে করা হচ্ছে।

আইফোন ১২ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। এর আগে বেশকিছু প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছর আইফোনে ফাইভজি সমর্থন আনবে অ্যাপল। ডিভাইসগুলো ফাইভজি সমর্থিত হলেও মূল্য খুব বেশি বাড়ানো হবে না। কারণ চড়া দামের কারণে বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে অ্যাপল। তবে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়, ফাইভজি সমর্থিত আইফোনের দাম প্রত্যাশার চেয়ে বেশি হবে। কারণ বিভিন্ন উপাদানের বাড়তি দামের কারণে চলতি বছর আইফোন উৎপাদন ব্যয় ৫০ ডলার বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১২ সিরিজের দাম কমিয়ে রাখার পক্ষে খোদ অ্যাপলও। যে কারণে আইফোনের সঙ্গে প্যাকেজ হিসেবে বক্সে চার্জার এবং তারযুক্ত হেডফোন সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা