এক্সবক্স গেম নির্মাতা ৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়াকে অধিগ্রহণ করতে যাচ্ছে। ভিডিও গেম প্রতিষ্ঠান হিসেবে মূলত প্রধান প্রতিদ্বন্দ্বী জাপানভিত্তিক সনি করপোরেশনকে টেক্কা দিতেই এ অধিগ্রহণ করতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্টটি। এ অধিগ্রহণ জাপানভিত্তিক সনির গেম কনসোল প্লে-স্টেশনের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে মাইক্রোসফটকে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

প্রযুক্তিবিষয়ক গবেষণা ও তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান পিটসবুকের তথ্য বলছে, জেনিম্যাক্স মিডিয়ার প্যারেন্ট কোম্পানি যুক্তরাষ্ট্রের বেথেসডা সফটওয়ার্কস ফলআউট ও ডোমের মতো প্রতিষ্ঠানগুলো অধিগ্রহণের মধ্য দিয়ে অনলাইন গেমের জগতে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করেছে। ২০১৬ সালে ২৫০ কোটি ডলার ব্যয় করে এ অধিগ্রহণ করলেও পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ৬০ কোটি ডলারের বেশি বিনিয়োগ পেতে সক্ষম হয়েছে তারা। ফলে প্রতিষ্ঠানটির এ মালিকানা পরিবর্তন মাইক্রোসফটকে আরো শক্তিশালী করবে সেটা সহজেই অনুমেয়।

নতুন এ অধিগ্রহণের ফলে মাইক্রোসফটের মালিকানাধীন ক্রিয়েটিভ স্টুডিওর সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩-এ। অধিগ্রহণ পরবর্তী পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, তারা এক্সবক্স অথবা পিসি উন্মোচনের পর বেথেসডা সফটওয়ার্কসের এ গেমটি তাদের মাসিক এক্সবক্স গেম পাসের সাবস্ক্রিপশনের সঙ্গে যুক্ত করবে। প্রতিষ্ঠানটির গেম পাসের সাবস্ক্রিপশনের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে এ সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। যেখানে গত এপ্রিলেও এ সংখ্যাটি ছিল ১ কোটির মতো। ফলে জেনিম্যাক্স মিডিয়াকে এ সাবস্ক্রিপশনের সঙ্গে যুক্ত করলে এটির সংখ্যা আরো বহু গুণ বৃদ্ধি পাবে।

বণিক বার্তা