ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্দেশ অনুযায়ী আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর পরিশোধ করতে হবে না অ্যাপলকে। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এমন রায় দিয়েছিলেন ইইউর দ্বিতীয় সর্বোচ্চ আদালত। এবার আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ইইউর অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গারেথ ভেস্টেগার। গত শুক্রবার অ্যাপলের আইরিশ বকেয়া কর মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়, যা আয়ারল্যান্ডে বকেয়া কর নিয়ে অ্যাপলের জন্য বাড়তি জটিলতা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কর বিধি এড়িয়ে অ্যাপলকে প্রায় ১ হাজার কোটি ডলারের কর ফাঁকির পথ করে দেয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় দেয় ইউরোপীয় কমিশন (ইসি)। ওই রায়ে অ্যাপলকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর সুদসহ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছিল।

ওই সময় ইইউর অ্যান্টিট্রাস্ট কমিশন জানায়, ২০০৩ থেকে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে এ কর ফাঁকি দেয় অ্যাপল। এ কর ফাঁকির বিনিময়ে আইফোন নির্মাতা অ্যাপলের পক্ষ থেকে আয়ারল্যান্ডের মানুষকে চাকরির নিশ্চয়তা দেয়া হয়েছিল। একই সময় রায়ে নির্ধারিত পদ্ধতি অনুসারে এ অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে আইরিশ সরকারকে নির্দেশ দেয় ইসি। তবে অ্যাপল এবং আয়ারল্যান্ড বরাবরের মতো কোনো অন্যায় করার বিষয় অস্বীকার করে এবং রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিলে দাবি করা হয়, অ্যাপল আইরিশ ও ইউরোপীয় ইউনিয়নের আইন যথাযথ মেনে চলেছে। অ্যাপল কর পরিশোধে কোনো অন্যায় পন্থা অবলম্বন করেনি।

বণিক বার্তা