আগস্টে চীনের প্রধান শিল্প কোম্পানিগুলোর মোট মুনাফা হয়েছে ৬১২ দশমিক ৮১ বিলিয়ন ইউয়ান বা ৯ হাজার কোটি ডলার। এক বছর আগের তুলনায় এ মুনাফায় বৃদ্ধি ঘটেছে ১৯ দশমিক ১ শতাংশ। রোববার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

তবে সব মিলিয়ে মাসটিতে জুলাই থেকে প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। বছরের প্রথম আট মাসে চীনে প্রধান শিল্পপ্রতিষ্ঠানে মুনাফায় ৪ দশমিক ৪ শতাংশ পতন হয়ে ৩ দশমিক ৭২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। এক্ষেত্রে জানুয়ারি-জুলাইয়ের চেয়ে সংকোচন হয়েছে ৩ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট। এদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানে মুনাফায় এক বছর আগের তুলনায় ১৭ শতাংশ পতন হয়ে ৯৫০ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। এ সময় ব্যক্তিমালিকানাধ ন প্রতিষ্ঠানের বছরওয়ারি ৩ দশমিক ৩ শতাংশ সংকোচনের ফলে মুনাফা দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন ইউয়ানে।

জানুয়ারি থেকে আগস্টে চীনে খনি শিল্পের পতন হয়েছে ৩৮ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ম্যানুফ্যাকচারিং শিল্পের মুনাফায় পতন হয়েছে ১ শতাংশ। এনবিএসের জরিপকৃত ৪১টি শিল্প খাতের মধ্যে ১৬টির গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বৃদ্ধি পেয়েছে। এদিকে এ সময়ে মুনাফায় পতন হয়েছে ২৫ খাতের। এক্ষেত্রে সেসব শিল্পপ্রতিষ্ঠানক ই প্রধান ধরা হচ্ছে, যেগুলোর ব্যবসায় বার্ষিক টার্নওভার অন্তত ২ কোটি ইউয়ান।

বণিক বার্তা