চীনের শীর্ষ চিপ নির্মাতা ‘সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)’। এবার ‘অগ্রহণযোগ্য ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে এসএমআইসির ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে অনুমোদন ব্যতীত এসএমআইসির কাছে কোনো ধরনের প্রযুক্তি বিক্রি করতে পারবে না যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। মার্কিন বাণিজ্য বিভাগের এক চিঠিতে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ ক্রমে তীব্র হচ্ছে। এসএমআইসির ওপর রফতানি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বাড়াবে। বিবৃতিতে মার্কিন বাণিজ্য বিভাগ জানায়, এসএমআইসির কাছে সরবরাহকৃত মার্কিন প্রযুক্তি চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হতে পারে। অগ্রহণযোগ্য ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করার পরই এসএমআইসির বিরুদ্ধে রফতানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের এ পদক্ষেপের ফলে পণ্য উন্নয়নে প্রয়োজনীয় মার্কিন সফটওয়্যার ও প্রযুক্তি পাবে না এসএমআইসি। বৈশ্বিক প্রযুক্তি খাতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে প্রতিদ্বন্দ্বী চীন প্রশ্নে কয়েক বছর ধরেই কঠোর অবস্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে চীনভিত্তিক হুয়াওয়ে, টিকটক, উইচ্যাটের ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে এসএমআইসি জানায়, মার্কিন রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের কিছু জানানো হয়নি। একই সঙ্গে প্রতিষ্ঠান দাবি করে চীনের সামরিক বাহিনীর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। চীনের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা এসএমআইসি। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন শ্রেণীর ভোক্তা ইলেকট্রনিকসের জন্য সেমিকন্ডাক্টর উৎপাদন এবং সেবা সরবরাহ করে আসছে। সামরিক বাহিনীর জন্য কোনো পণ্য উৎপাদনের বিষয়টি অস্বীকার করেছে এসএমআইসি।

বণিক বার্তা