আমি লং টার্ম ট্রেড করতে আগ্রহী। এর জন্য দীর্ঘ সময়ের টাইম ফ্রেম নিয়ে থাকি। এখানে মার্কেটের মুভমেন্ট অনেকটা বোঝা যায়। কিন্তু শর্ট টার্ম ট্রেডিং মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায় না। ওই অল্প সময়েই যে মার্কেট লাভে আসবে তার কোন নিশ্চয়তা নেই। অনেক সময় মার্কেট অনেক বিপরিতেও চলে যেতে পারে। যার জন্য অনেকদিন ধরে লসে থাকতে হতে পারে। কিন্তু লং টার্ম ট্রেডে মার্কেট কিছু সময় লসে থাকলেও এটা নিশ্চিত থাকা যায় যে মার্কেট লাভে উঠবে। তাছাড়া যাদের মুলধন কম তাদের জন্য শর্ট টার্ম ট্রেড ঝুঁকিপূর্ণ।