যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের সময়ক্ষণ দ্রুত ঘনিয়ে আসার প্রেক্ষাপটে একটি চুক্তিতে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সম্মত করার চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার হোয়াইট হাউজ ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রস্তাব করেছে। খবর এএফপি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যিনি চলতি সপ্তাহে কভিড-১৯ সৃষ্ট ক্ষতি থেকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির পুনরুদ্ধারের প্রণোদনা ক্ষেত্রে নিজ অবস্থান পরিবর্তন করেছেন—মনে হয় এর মধ্য দিয়ে আগামী ৩ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশটির অর্থনীতিতে তহবিল জোগাতে বড় ধরনের উল্লম্ফন ঘটাতে প্রয়াসী।

আশা করা হচ্ছে, আগের ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার প্যাকেজের কিছুটা পরিমার্জন করা নতুন প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনকে ডেমোক্র্যাটদের পাস করা ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ব্যয়ের সর্বশেষ বিলের কাছাকাছি নিয়ে আসবে।

হোয়াইট হাউজের মুখপাত্র আলিসা ফারাহ বলেন, আর্থিক সহায়তার ব্যাপারে সরকার একটি সমঝোতা বিন্দুতে আসতে ইচ্ছুক বটে, কিন্তু তা ২ ট্রিলিয়ন ডলারের কিছুটা নিচে রাখতে চায় তারা। তবে প্রতিপক্ষ জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে সচেষ্ট ডোনাল্ড ট্রাম্প আরো বড় ধরনের পুনরুদ্ধার পরিকল্পনার আগ্রহ ব্যক্ত করেন। সাম্প্রতিক এক রেডিও সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বিপুলসংখ্যক মানুষ আর্থিকভাবে ভুগছে। আমি একটি অধিকতর বড় প্রণোদনা প্যাকেজ দেখতে চাইব, যা ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের প্রস্তাবিত প্যাকেজের চেয়েও বেশি। আমি চাই মানুষের কাছে অর্থ পৌঁছুক। কারণ এই আর্থিক অভিঘাতে তাদের কোনো ভুল নেই।’

এ বিবৃতি মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের সর্বশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে, যিনি কেবল কয়েক দিন আগেও ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংকটে থাকা ব্যবসাপ্রতিষ্ঠান ও বেকার কর্মীদের আর কোনো নতুন আর্থিক সহায়তা দেয়া হবে না বলে জানিয়েছিলেন।

বণিক বার্তা