বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তির বিষয়ে তদন্তের মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট কমিশন। বৃহৎ এ অধিগ্রহণ চুক্তি বিষয়ে যথাযথ তদন্ত শেষে আগামী ৮ জানুয়ারির আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত মিলবে না বলে নিশ্চিত করা হয়। ইইউর ওয়েবসাইটে দেয়া এক নথিতে এমনটাই স্পষ্ট করা হয়। খবর ইটি টেলিকম।

বিশ্বজুড়ে জনপ্রিয় ফিটনেস ট্র্যাকিং ডিভাইস নির্মাতা ফিটবিট অধিগ্রহণ চুক্তি পরিধেয় হার্ডওয়্যার বাজারে গুগলের প্রবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে শুধু ওয়্যারওএস নয়; হার্ডওয়্যার সরবরাহেও প্রতিদ্বন্দ্বী অ্যাপল এবং স্যামসাংকে টেক্কা দিতে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে প্রবেশের লক্ষ্য থেকে গত বছর নভেম্বরের শুরুতে ২১০ কোটি ডলারে ফিটবিট অধিগ্রহণে চুক্তিবদ্ধ হয় গুগল। এ অধিগ্রহণ চুক্তিতে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছিল ইইউ। বলা হচ্ছিল, গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তির ফলে ডাটা সুরক্ষা ঝুঁকিতে পড়বে। গুগলের ফিটবিট অধিগ্রহণের ফলে বাজার প্রতিযোগিতা প্রভাবিত হবে কিনা কিংবা মার্কিন সার্চ জায়ান্টটির কাছে অনেক বেশি মানুষের ব্যক্তিগত তথ্যের দখল চলে যাবে কিনা, সে বিষয় নিয়ে এতদিন তদন্ত চালিয়েছে ইউরোপের নীতিনির্ধারক সংস্থাটি।

বণিক বার্তা