যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের (ডিওজে) সঙ্গে বহুল কাঙ্ক্ষিত সমঝোতায় পৌঁছতে পারল গোল্ডম্যান স্যাকস গ্রুপ। মালয়েশিয়ায় ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে ব্যাংকটির কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় যুক্তরাষ্ট্রে যে মামলা হয়েছিল, তা নিষ্পত্তিতে ২০০ কোটি ডলারেরও বেশি জরিমানা গুনছে গোল্ডম্যান স্যাকস। বিষয়সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর ব্লুমবার্গ।

সূত্রগুলো বলছে, এ সমঝোতার ফলে যুক্তরাষ্ট্রে মামলার সম্মুখীন হতে হবে না। ডিওজের সঙ্গে এই সমঝোতা পূর্ববর্তী পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ।

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ সমঝোতায় শীর্ষস্থানীয় এ আর্থিক প্রতিষ্ঠানটি বড় অনিশ্চয়তা থেকে রক্ষা পেল। মালয়েশিয়ার ওয়ানএমডিবি তহবিল নিয়ে কয়েক বছর ধরে চলা তদন্তে ব্যাংকটির ব্যাপক সুনামহানি হয়েছে। এর আগে মালয়েশিয়ার সঙ্গেও ২৫০ কোটি ডলারে বিরোধ নিষ্পত্তিতে যায় গোল্ডম্যান স্যাকস। ফলে গত সেপ্টেম্বরে নিউইয়র্কভিত্তিক কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলে নেয় মালয়েশিয়া।

এ বিষয়ে মন্তব্যের জন্য গোল্ডম্যান স্যাকসের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্যে অপারগতা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে বিচার মন্ত্রণালয় এ বিষয়ে নীরব থাকে।

মালয়েশিয়া, ডিওজেসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ৫০০ কোটি ডলার ব্যয় হতে পারে গোল্ডম্যান স্যাকসের। বিষয়সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, কোম্পানিটি যদি আইন ও শর্ত লঙ্ঘন করে তাহলে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে। গোল্ডম্যান সিঙ্গাপুর বিচারের সম্মুখীন হতে হবে। এ বিষয়ে মন্তব্যের জন্য দ্য মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর ও অ্যাটর্নি জেনারেলের চেম্বার এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বণিক বার্তা