প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন উৎপাদনের জন্য এখনো চীনের ওপর নির্ভরশীল। দেশটিতে স্থাপিত কারখানায় সিংহভাগ আইফোন ডিভাইস উৎপাদনের কাজ করে আসছে তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন। প্রতি বছর বিপুলসংখ্যক ইউনিট আইফোন উৎপাদন চীনে বায়ুর গুণগতমান নষ্ট করছে বলে যুক্তরাষ্ট্রভিত্ িক বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবর ইকোনমিক টাইমস।

চীনে বায়ুর গুণগতমান নিয়ে একটি সন্ধান চালান মরগান স্ট্যানলির বিশ্লেষকরা। অনুসন্ধান ফলাফলে বিশ্লেষকরা জানান, ঐতিহাসিকভাবে আইফোন উৎপাদন চীনের গুরুত্বপূর্ণ চারটি শহরের বায়ুর গুণগতমান নষ্ট করছে। এ শহরগুলো হলো ঝেংঝু, শেনজেন, চেংডু ও চংকিং।

মরগান স্ট্যানলির দাবি, গত সেপ্টেম্বরের শুরুর দিকে শেনজেনে শিল্প উৎপাদন বেড়েছে। তবে গত বছরের একই সময়ের স্বাভাবিক উৎপাদনের চেয়ে তা কম ছিল। চীনের চেংডু শহরের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের দাবি, শহরটিতে সাম্প্রতিক সময় শিল্প কার্যক্রম অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। একইভাবে সাম্প্রতিক দিনগুলোতে চংকিং শহরেও গত সেপ্টেম্বরের শুরু থেকে শিল্প উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চীনের ঝেংঝু শহর আইফোন সিটি নামে পরিচিত। গত ২৬ অক্টোবরের আগে পর্যন্ত ঝেংঝু শহরের বায়ুর মান সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায় সেখানে শিল্প উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর জন্য মূলত নতুন আইফোন ১২ উৎপাদন জোরদারকে দায়ী করা হচ্ছে।

বিশ্লেষকদের দাবি, তারা চীনের উল্লেখিত শহরগুলোর বায়ুতে নাইট্রোজেন ডাই-অক্সাইডের লেভেল বেড়ে যাওয়ার তথ্য রেকর্ড করেছে। বায়ুতে আশঙ্কাজনক হারে নাইট্রোজেন ডাই-অক্সাইডের লেভেল বেড়ে যাওয়ার পেছনে সরাসরি কারণ হলো শিল্প উৎপাদন উল্লেখযোগ্য বেড়ে যাওয়া। নাইট্রোজেন ডাই-অক্সাইডের কারণে কোনো অঞ্চলে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। পাশাপাশি ফসলের ফলন হ্রাস এবং মানুষের শরীরের নানা অসংগতি সৃষ্টি করে।

বণিক বার্তা