চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জনপ্রিয় মোবাইল গেম অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্টে পরিচালন মুনাফা বেড়েছে ১৩৮ শতাংশ। সম্প্রতি এক দশকে পদার্পণ করা অ্যাংরি বার্ডস গেমের বিপণন ব্যয় কমানো এবং গেমিং খাত থেকে রাজস্বপ্রবাহে স্বাভাবিক গতি থাকায় পরিচালন মুনাফায় এমন উল্লম্ফনের মুখ দেখে রোভিও এন্টারটেইনমেন্ট। খবর রয়টার্স।

২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফিনল্যান্ডভিত্তি রোভিও এন্টারটেইনমেন্ট বিবৃতিতে জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের মুনাফা বেড়ে ১ কোটি ২৮ লাখ ইউরোতে পৌঁছেছে, যা গত বছর একই প্রান্তিকে ছিল ৫৪ লাখ ইউরো। অবশ্য মুনাফা বাড়লেও গত প্রান্তিকজুড়ে ব্র্যান্ড লাইসেন্সিং রাজস্ব হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানটির মোট রাজস্ব ৯ দশমিক ২ শতাংশ কমে ৬ কোটি ৭৯ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।

বণিক বার্তা