বিশ্বজুড়ে বিভিন্ন স্মার্টআপে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে বিনিয়োগের ধারা অব্যাহত থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি গত আট মাসে ভারতের প্রযুক্তি স্টার্টআপগুলোতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, সার্চ জায়ান্ট গুগল, খুচরা বিক্রেতা ওয়ালমার্ট ও সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের মতো বৃহৎ অনেক মার্কিন বিনিয়োগকারী তাদের বিনিয়োগ দ্বিগুণ করেছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরও ভারতের পাশাপাশি বিশ্বের উদীয়মান প্রযুক্তি স্টার্টআপগুলোয় এসব মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একাধিক বিনিয়োগকারী এবং প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে ইটি টেলিকম।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারী প্রযুক্তি স্টার্টআপগুলোর কার্যক্রমে গতি এনেছে। স্টার্টআপগুলোর জন্য ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চলমান মহামারীর বিস্তার ঠেকাতে ঘোষিত লকডাউনের মধ্যে ঘরবন্দি হয়ে পড়া মানুষ অফিসের কার্যক্রম পরিচালনায় পুরোপুরি প্রযুক্তিনির্ভর হয়ে পড়ে। বিশ্বের অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাসায় থেকে কাজের সুবিধা দিচ্ছে। রিমোট ওয়ার্ক সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে দেখা দিয়েছে নতুন প্রযুক্তি সেবার প্রয়োজনীয়তা। এক্ষেত্রে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি উদীয়মান স্টার্টআপগুলোর জন্য ব্যবসা বিস্তৃত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভেঞ্চার ক্যাটালিস্টস স্টার্টআপ ইনকিউবেটরের সহপ্রতিষ্ঠাতা অপূর্ব রঞ্জন শর্মা বলেন, ২০২০ সাল বিশ্বের অনেক দেশের প্রযুক্তি স্টার্টআপের পাশাপাশি ভারতীয় স্টার্টআপগুলোর জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। কারণ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতীয় প্রযুক্তি স্টার্টআপগুলো বিভিন্ন মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে। ৫০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশ ভারত। আগামী মাসগুলোয় ভারতের স্টার্টআপে মার্কিন বিনিয়োগে উল্লম্ফন ঘটবে। ভারতের ডিজিটাল পেমেন্ট সেবা খাত বিশ্বের জন্য রোল মডেল হয়ে উঠতে পারে।

বণিক বার্তা