চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারতে ২৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির মুখ দেখেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। বিজনেস ইন্টেলিজেন্স প্লাটফর্ম টফলারের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-সেপ্টেম্বর সময়ে অ্যাপল ইন্ডিয়ার রাজস্ব ১৩ হাজার ৭৫৫ কোটি ৮০ লাখ রুপিতে পৌঁছেছে। রাজস্ব বৃদ্ধির পাশাপাশি অ্যাপল ইন্ডিয়ার নিট মুনাফা কয়েক গুণ বেড়েছে। খবর পিটিআই।

টফলারের নথি অনুযায়ী, গত ৩১ মার্চে শেষ হওয়া গত অর্থবছরে অ্যাপল ইন্ডিয়ার রাজস্ব ছিল ১০ হাজার ৬৭৩ কোটি ৭ লাখ রুপি। চলতি অর্থবছরের প্রথমার্ধে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে ৯২৬ কোটি ২০ লাখ রুপি নিট মুনাফা আয়ের রেকর্ড করেছে; যা গত অর্থবছরজুড়ে ছিল মাত্র ২৬২ কোটি ২৭ লাখ রুপি। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে স্যামসাং ও ওয়ানপ্লাসের মতো টেক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করা প্রতিষ্ঠানটি আগ্রাসীভাবে ভারতের বাজারে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তুলছে। রাজস্ব বৃদ্ধির এ খতিয়ান সেটারই প্রমাণ তুলে ধরেছে। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি ভারতে রেকর্ড উন্নতি করেছে। ভারতে নিজস্ব অনলাইন স্টোর চালুর উদ্যোগ অ্যাপলের ব্যবসায় বাড়তি মাত্রা যোগ করেছে।

গত সেপ্টেম্বরে দেশটিতে প্রথম অনলাইন স্টোর চালু করেছিল অ্যাপল। অ্যান্ড্রয়েড স্মার্টফোন দ্বারা প্রভাবিত ভারতের বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতেই অনলাইন স্টোর চালুর উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

উইস্ট্রন ও ফক্সকনের মতো অংশীদারদের সহযোগিতায় অ্যাপল সম্প্রতি ভারতে আইফোন ১১ ফোনের সংযোজন শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে আইফোন বিক্রিতে দুই অংকের প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে অ্যাপল। গত প্রান্তিকে ভারতে প্রায় আট লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা