বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীন। গত অক্টোবরে বাজারটিতে স্মার্টফোন সরবরাহ ২ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ২৭ শতাংশ কম। গত বছর অক্টোবরে বাজারটিতে স্মার্টফোন সরবরাহ ৩ কোটি ৪৬ লাখ ইউনিটে পৌঁছেছিল। গত শুক্রবার চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি (সিএআইসিটি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

সিএআইসিটির তথ্যমতে, কভিড-১৯ মহামারী চীনের স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল চীনের উহান প্রদেশে। উত্পত্তিস্থল উহান হলেও করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারী খুব দ্রুত চীনজুড়ে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, চীনের পাশাপাশি কল্পনাতীত দ্রুতগতিতে করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে চীনের স্মার্টফোন বাজারে। চীনকে স্মার্টফোন ডিভাইসের উৎপাদন হাব বলা হয়। বৈশ্বিক স্মার্টফোন জায়ান্ট স্যামসাং ডিভাইস উৎপাদনের জন্য চীন নির্ভরশীলতা কমালেও অ্যাপল এখনো সিংহভাগ আইফোন উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভরশীল। পাশাপাশি করোনাভাইরাসের কারণে চীনা ব্র্যান্ড হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমির মতো ডিভাইস নির্মাতাদের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। যে কারণে শুধু মাসভিত্তিক নয়; প্রান্তিকভিত্তিক স্মার্টফোন সরবরাহের ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে।

গত সেপ্টেম্বরে চীনের বাজারে স্মার্টফোন সরবরাহ ২ কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়ায়, যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৩৬ শতাংশ কম। গত বছর সেপ্টেম্বরে বাজারটিতে স্মার্টফোন সরবরাহ ৩ কোটি ৪৭ লাখ ইউনিটে পৌঁছেছিল।

কভিড-১৯ মহামারীর কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনে স্মার্টফোন সরবরাহ ৮ কোটি ৪৮ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ কম। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

বণিক বার্তা