আগামী পাঁচ বছরে ১৫ হাজার কোটি ইউরো (১৭ হাজার ৭০০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগনের। এ বিনিয়োগের একটি বড় অংশ বরাদ্দ থাকবে বৈদ্যুতিক গাড়ি ও সফটওয়্যার উন্নয়নের মতো প্রযুক্তিগত খাতে। খবর ব্লুমবার্গ।

শুক্রবার এক বিবৃতিতে ফক্সওয়াগন জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংচালিত গাড়ি ও অন্যান্য ভবিষ্যৎ প্রযুক্তির পেছনে ২০২৫ সাল পর্যন্ত মোট ৭ হাজার ৩০০ কোটি ইউরো বিনিয়োগ করবে তারা, যা এ সময়ে কোম্পানিটির মোট পরিকল্পিত বিনিয়োগের প্রায় অর্ধেক। বছরখানেক আগে এ খাতে ৬ হাজার কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ফক্সওয়াগন, যা মোট বিনিয়োগের ৪০ শতাংশ।

অবশ্য চীনে ফক্সওয়াগনের যে যৌথ উদ্যোগের কোম্পানি রয়েছে, তা এই বিনিয়োগ পরিকল্পনার বাইরে থাকবে। কারণ ওই কোম্পানির নিজস্ব বিনিয়োগ পরিকল্পনা রয়েছে এবং এজন্য প্রয়োজনীয় অর্থায়নও হবে নিজস্ব তহবিল থেকে।

প্রযুক্তিগত বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফক্সওয়াগনের পরিচালনা পর্ষদ এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে। কোম্পানাটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘সামনের দিনগুলোয় ফক্সওয়াগন যেসব দিকে বেশি নজর দেবে, সেগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান ও এর ব্র্যান্ডগুলোর আধুনিকায়ন ও পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন।’

কভিড-১৯ মহামারীর কারণে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য, শিল্পোৎপাদন যেখানে কঠিন সময় পার করছে, সে সময়ে ফক্সওয়াগন অটোমোবাইল প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিল। অবশ্য মহামারীর মধ্যে গাড়ি নির্মাণ খাতে অন্যদের তুলনায় ফক্সওয়াগনের ওপর নেতিবাচক প্রভাব কিছুটা কমই পড়েছে। সার্বিকভাবে এ খাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকোচনে পড়ার মুখে রয়েছে। তবে চীনের বাজারে ফক্সওয়াগনের দৃঢ় উপস্থিতি এ অভিঘাত কিছুটা কমাতে প্রতিষ্ঠানটিকে সহায়তা করেছে। চীন অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবেলায় বেশি সফলতা দেখাতে সক্ষম হয়েছে। ফলে সেখানে গাড়ির চাহিদাও ফিরেছে দ্রুত। ফক্সওয়াগনের জন্য বিষয়টি ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে।

বণিক বার্তা