মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা কোয়ালকমকে হুয়াওয়ের কাছে চিপ বিক্রির অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের কাছে ফোরজি মোবাইল ফোন চিপ সরবরাহ সংক্রান্ত লাইসেন্স পেয়েছে কোয়ালকম। বিষয়টিকে হুয়াওয়ের মোবাইল ডিভাইস ব্যবসা বিভাগের জন্য অনেকটা স্বস্তিকর বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী হুয়াওয়ে। বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের চলমান বাণিজ্য বিরোধের জেরে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু তা-ই নয়; একই সময় প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। এর ফলে মার্কিন অংশীদারদের কাছ থেকে নিজেদের পণ্য উন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সুযোগ হারায় হুয়াওয়ে। এক্ষেত্রে মার্কিন প্রশাসনের কাছ থেকে হুয়াওয়েকে ফোরজি চিপ সরবরাহে কোয়ালকমের লাইসেন্স প্রাপ্তি কিছুটা ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে কোয়ালকমের একজন মুখপাত্র বলেন, বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়েকে বেশকিছু পণ্যের চিপ সরবরাহের অনুমোদন পেয়েছি। এর মধ্যে মোবাইল ডিভাইস সংক্রান্ত ফোরজি চিপসেট বিক্রির অনুমোদন রয়েছে। তবে প্রতিষ্ঠানটির কাছে আরো কিছু সরঞ্জাম সরবরাহের লাইসেন্সের আবেদন এখনো ঝুলে রয়েছে।

গত সেপ্টেম্বরে হুয়াওয়ে ইস্যুতে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল মার্কিন বাণিজ্য বিভাগ। ওই সময় কোয়ালকমসহ অন্যান্য মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের কাছে চিপসেট বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ লাইসেন্স ব্যতীত হুয়াওয়েকে চিপ সরবরাহকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বণিক বার্তা