অক্টোবরে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল দশমিক ৫ শতাংশ। যুক্তরাজ্যের সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। খবর বিবিসি।

অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত থাকতে পারে বলে বিশ্লেষকরা পূর্বাভাসে জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা সামান্য বাড়তে দেখা গেছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক কর্মকর্তা বলেছেন, ‘পোশাকের দাম বেড়ে যাওয়ার কারণে অক্টোবরে মূল্যস্ফীতি খানিকটা বেড়েছে। বছরের এ সময়টায় মূল্যস্ফীতি সাধারণত একটু বেশিই থাকে। বছরের শুরুর দিকের স্থবিরতা কাটিয়ে এখন তা স্বাভাবিকতায় ফিরেছে।’

বণিক বার্তা