শীত মৌসুম শুরুর প্রাক্কালে আন্তর্জাতিক বাজার থেকে কয়লা আমদানি বাড়িয়েছে জাপান। এ ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানিতে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। তবে কয়লা আমদানি বাড়ালেও গত অক্টোবরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আগের তুলনায় কমিয়ে এনেছে দেশটি। খবর নিক্কেই এশিয়ান রিভিউ।

জাপান বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ। গত বছর জ্বালানি পণ্যটির বৈশ্বিক আমদানি বাণিজ্যের ১৭ দশমিক ৬ শতাংশ এককভাবে জাপানের দখলে ছিল। বছরজুড়ে ২ হাজার ২৩০ কোটি ডলারের কয়লা আমদানি করেছে টোকিও।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবরে জাপানি আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৯৩ লাখ টন কয়লা আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ১ লাখ ১০ হাজার টন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুমে ঘর গরম করার কাজে জাপানে কয়লার চাহিদা বেড়ে যায়। এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগু োতেও জ্বালানি পণ্যটির চাহিদা বেশি থাকে। তাই শীত শুরুর আগেই অক্টোবরে কয়লা আমদানি বাড়িয়েছে দেশটি।

বণিক বার্তা