গত অক্টোবরে জাপানের প্রধান আটটি গাড়ি কোম্পানির বৈশ্বিক গাড়ি নির্মাণ বছরওয়ারি ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২৪ লাখ ৪০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। দেশটির গাড়ি খাত যে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, সম্প্রতি প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।

বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা দেশটিতে এ নিয়ে টানা দুই মাস গাড়ি নির্মাণ বাড়ল। গত সেপ্টেম্বরে দেশটির গাড়ি নির্মাণ বেড়েছিল ১ দশমিক ৭ শতাংশ।

জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর করপোরেশন জানায়, গত মাসে তাদের বৈশ্বিক গাড়ি নির্মাণ ৯ শতাংশ বেড়ে ৮ লাখ ৪৫ হাজার ১০৭ ইউনিটে দাঁড়িয়েছে। জাপান ও চীনে গাড়ি বিক্রি বৃদ্ধির জেরে এর আগের মাসেও তাদের গাড়ি বিক্রি বেড়েছিল ১১ দশমিক ৭ শতাংশ।

টয়োটার অভ্যন্তরীণ গাড়ি নির্মাণ ১২ শতাংশ বেড়ে ৩ লাখ ৯ হাজার ৫৮২ ইউনিটে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে হ্যারিয়ের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। বিদেশে তাদের গাড়ি নির্মাণ ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ লাখ ৩৫ হাজার ৫২৫ ইউনিটে দাঁড়িয়েছে।

অক্টোবরে টয়োটার বৈশ্বিক বিক্রি ৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮ লাখ ৪৭ হাজার ৭১৩ ইউনিটে দাঁড়িয়েছে। বিশ্বের বৃহত্তম গাড়িবাজার চীনে বিলাসবহুল লেক্সাস মডেলের গাড়ি বিক্রি বৃদ্ধির জেরে তাদের গাড়ি বিক্রি বেড়েছে। যুক্তরাষ্ট্রেও টয়োটার গাড়ি বিক্রি বেড়েছে।

টয়োটার এক কর্মকর্তা বলেন, গাড়ি নির্মাণ প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তবে সাম্প্রতিক সময়ে ফের যে কভিড-১৯ বাড়ছে, তা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন তিনি।

সুজুকি মোটর করপোরেশন জানায়, গত মাসে তাদের বৈশ্বিক গাড়ি বিক্রি ২৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ লাখ ৪ হাজার ১৯৬ ইউনিটে দাঁড়িয়েছে। মূলত ভারতের বাজারে গাড়ি বিক্রির জেরে সুজুকির গাড়ি নির্মাণ বেড়েছে, যা কোম্পানিটির সবচেয়ে বড় বাজার।

হোন্ডা মোটর কোম্পানির বৈশ্বিক নির্মাণ ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। গত অক্টোবরে চীনের বাজারে গাড়ি নির্মাণ বৃদ্ধির জেরে হোন্ডার গাড়ি নির্মাণ বেড়েছে। সিএক্স-ফাইভ এসইউভি বিক্রি বৃদ্ধির জেরে মাজদা মোটর করপোরেশনের বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

বণিক বার্তা