বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ডিভাইস উৎপাদনের জন্য চীননির্ভরতা শূন্যে নামিয়ে এনেছে। এখন ডিসপ্লে উৎপাদনের জন্যও চীননির্ভরতা কমাতে চাইছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে চীন থেকে মোবাইল এবং আইটি ডিসপ্লে কারখানা ভারতের উত্তর প্রদেশে স্থানান্তরে ৪ হাজার ৮২৫ কোটি রুপি বিনিয়োগের নতুন পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠানটি। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে স্যামসাংয়ের ভারতে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়েছে। খবর ইটি টেলিকম।

ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের ঘোষণা দিয়েছে। এর আওতায় স্থানীয়ভাবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনে মোদি সরকারের আর্থিক প্রণোদনা পাবে স্থানীয় এবং বৈশ্বিক প্রযুক্তি পণ্য নির্মাতারা। পিএলআই স্কিমের আওতায় ভারতে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদনের কার্যক্রম জোরদার করেছে একগুচ্ছ বহুজাতিক প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে অ্যাপলের চুক্তিভিত্তিক আইফোন নির্মাতা ফক্সকন, পেগাট্রন ও উইস্ট্রনের পাশাপাশি স্থানীয় ডিভাইস নির্মাতা মাইক্রোম্যাক্স ও লাভা।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের মন্ত্রিসভা স্যামসাং ডিসপ্লে নয়ডা প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক প্রণোদনা দেয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। এর পরই চীন থেকে ডিসপ্লে কারখানা উত্তর প্রদেশে স্থানান্তরে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে স্যামসাং।

বিবৃতিতে উত্তর প্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ভারতে এটিই প্রথম কোনো হাইটেক প্রজেক্ট, যা চীন থেকে ভারতে স্থানান্তর করতে যাচ্ছে স্যামসাং। এ রকম প্রজেক্ট থাকা বিশ্বের তৃতীয় দেশ হতে চলেছে ভারত, যা সরাসরি ৫১০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি কারখানাটিতে পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।

বণিক বার্তা