বর্তমানে আমেরিকার অর্থনীতিক অবস্হা ততটা ভালোনা-যতটা ভালোচিলো নির্বাচনের পূর্বে, যাইহোক যদিও এটা স্বাভাবিক যে নির্বাচনের ফলে অর্থনীতি একটু মন্দ যাবেই। কিন্তু বেশ কয়েকদিন যাবত একটা বিষয় লক্ষ করা যায় যে ট্রাম্প হেরে যাবার পরেও তার প্রশাশন আদালতে বাইডেনের বিরুদ্বে ভোট চুরির মামলা দায়ের করেন।যদিও ভোট চুরি আমেরিকাতে সম্ভবকিনা আমার জানানেই, আর এই দিকে দুই নেতার মামলা নিয়ে দেশের যে অর্থনীতি কোথায় যাচ্চে তার খবর নেই। যাইহোক খুভ শিগ্রই সরকার গঠন হবার পর পর অর্থনীতিতে বিশাল ব্যবদান আসতে পারে, যা ফরেক্স মার্কেটে যে কোন দরনের দুর্ঘটনা ঘটাতে পারে,
তাই সকলে কেয়ারফুলি ট্রেড করার অনুরোধ রইলো।