২০২০ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহ করেছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। এছাড়া গত বছর যে পরিমাণ গাড়ি সরবরাহ হয়েছে, তা পাঁচ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ছুঁই ছুঁই করছে। বছরের শেষ তিন মাসে ১ লাখ ৮০ হাজার ৫৭০ ইউনিট গাড়ি সরবরাহ করেছে টেসলা। এটি তৃতীয় প্রান্তিকে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৩৯ হাজার ৩০০ ইউনিট গাড়ি সরবরাহের রেকর্ড ভেঙে দিয়েছে। বার্ষিক গাড়ি বিক্রি ২০১৯ সালের ৩ লাখ ৬৭ হাজার ৫০০ ইউনিট থেকে ৩৬ শতাংশ বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৫৫০ ইউনিটে দাঁড়িয়েছে। খবর ব্লুমবার্গ।

ব্যাটারিচালিত গাড়ির জন্য বিশ্বজুড়ে তুমুল চাহিদার পরিপ্রেক্ষিতে মার্কিন এ সংস্থাটি উৎপাদন বাড়িয়ে দিয়েছিল। ত্রৈমাসিক গাড়ি সরবরাহের চিত্রটি টেসলার যানবাহন ও বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির প্রতি গ্রাহক আগ্রহের চিত্র তুলে ধরে। ফলে মহামারী সত্ত্বেও টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক ও তার সংস্থার জন্য এটি একটি দুর্দান্ত বছর ছিল। এরই ফলে গত ২১ ডিসেম্বর সংস্থাটি মার্কিন শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি-৫০০-তে জায়গা করে নিয়েছে। গত বছর টেসলার শেয়ারদর বেড়েছে ৭৪৩ শতাংশ।

টেসলা করোনা মহামারীর আগে গত বছরের জানুয়ারিতে পূর্বাভাস দিয়েছিল, সংস্থাটি ২০২০ সালে অনায়াসেই পাঁচ লাখ গাড়ি বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে। সংস্থাটি অক্টোবরে জানিয়েছিল, বসন্তে কারখানাগুলো অস্থায়ীভাবে বন্ধ থাকা সত্ত্বেও এ লক্ষ্য তারা পূরণ করতে পারবে। বিশ্লেষকরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, টেসলা তার বিক্রির লক্ষ্যটি পূরণ করবে। এ খবরে সংস্থাটির শেয়ারের দাম আরো বেড়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সামান্য পিছিয়ে থেকেই সংস্থাটি বছর শেষ করেছে।

বণিক বার্তা