২০২০ সালজুড়ে ৩০ কোটি ইউনিটের কম মোবাইল ডিভাইস সরবরাহ করেছে স্যামসাং, যা গত নয় বছরের মধ্যে প্রতিষ্ঠানটির সর্বনিম্ন বার্ষিক সরবরাহের চিত্র। গত বছর নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর কারণে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির মোবাইল ডিভাইস বিক্রি ২০১১ সালের পর প্রথমবার ৩০ কোটি ইউনিটের নিচে নেমেছে। অবশ্য চলতি বছর বিশ্ববাজারে ৩০ কোটি ৭০ লাখ ইউনিট মোবাইল ডিভাইস সরবরাহের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েছে স্যামসাং। এর মধ্যে ২৮ কোটি ৭০ লাখ ইউনিট স্মার্টফোন এবং বাকি ডিভাইসগুলো ফিচার ফোন থাকবে। খবর ইটি নিউজ।

স্যামসাং আশা করছে, গত বছরের তুলনায় চলতি বছর তাদের মোবাইল ডিভাইস সরবরাহ অন্তত ১৪ শতাংশ বাড়বে। ডিভাইস বিক্রি বাড়াতে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত মডেল বাড়াতে জোর দিচ্ছে। একই সঙ্গে মাঝারি এবং লো বাজেটের ফোন বিক্রি জোরদারের কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি বছর ৪ কোটি ৯৮ লাখ ইউনিট ফ্ল্যাগশিপ মডেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্যামসাং। ফ্ল্যাগশিপ মডেল তালিকায় গ্যালাক্সি এস২১ সিরিজ এবং ফোল্ডেবল ফোন থাকবে।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হওয়ায় প্রথমে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর গুমিতে মোবাইল ডিভাইস উৎপাদন কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছিল স্যামসাং।

বণিক বার্তা