নেদারল্যান্ডস সংলগ্ন সীমান্তে যুক্তরাজ্য থেকে আসা এক ট্রাক চালকের খাবার বাজেয়াপ্ত করেছেন দেশটির সীমান্ত কর্মকর্তারা। ওই ট্রাকচালক নিজের জন্য একটি হ্যাম স্যান্ডউইচসহ কিছু খাবার রেখেছিলেন। ব্রেক্সিট পরবর্তী বিধির কথা বলে তার সব খাবার বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে অনেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কটাক্ষ করছেন। গত মাসে তিনি ব্রেক্সিট চুক্তিকে ব্রিটিশদের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছিলেন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সীমান্ত কর্মকর্তারা এক ট্রাক চালককে ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের বিচ্ছেদ পরবর্তী আরোপিত আমদানি নীতিগুলো ব্যাখ্যা করছেন। ব্রেক্সিট পরবর্তী ইইউ বিধি মোতাবেক, এই আঞ্চলিক জোটের বাইরে থেকে আসা যাত্রীরা ব্যক্তিগতভাবে মাংস এবং দুগ্ধজাত পণ্য আনতে পারবেন না।

এই নিয়মকানুনগুলো যখন কর্মকর্তারা ব্যাখ্যা করছিলেন তখন ওই ট্রাকচালককে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়!

টিভি নেটওয়ার্ক এনপিও ১-এ সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, এক ডাচ সীমান্ত কর্মকর্তা ট্রাক চালককে বলছেন, ব্রেক্সিটের পর থেকে আপনাকে ইউরোপে বাইরে থেকে কিছু খাবার যেমন মাংস, ফলমূল, শাকসবজি, মাছ এবং এই জাতীয় পণ্য আনার অনুমতি দেয়া হবে না।

একটি দৃশ্যে একজন সীমান্ত কর্মকর্তা চালককে জিজ্ঞাসা করছেন যে, তার কাছে আরো কয়েকটি টিন-ফয়েল মোড়াকের স্যান্ডউইচ দেখা যাচ্ছে। সেগুলোতেও মাংস রয়েছে কিনা। চালক ইতিবাচক জবাব দেন। তখন ওই কর্মকর্তা বলেন, ঠিক আছে, তাহলে ওই সবগুলোই আমাদের বাজেয়াপ্ত করতে হবে।

বণিক বার্তা