চীনা গ্রাহকদের পছন্দ অনুযায়ী বৈদ্যুতিক গাড়ির ডিজাইন এবং সাংহাই কিংবা বেইজিংয়ে একটি পূর্ণাঙ্গ ডিজাইন স্টুডিও খোলার জন্য একজন ডিজাইন ডিরেক্টর খুঁজছে টেসলা। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সংস্থাটি যুক্তরাষ্ট্রের পর চীনকে তার বৃহত্তম গাড়ির বাজার হিসেবে বিবেচনা করছে। বিষয়টির সঙ্গে যুক্ত তিন সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

সূত্রগুলো জানায়, মার্কিন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক এ সংস্থার মানবসম্পদ পরিচালকরা চার মাস ধরে কয়েকটি বিভাগের প্রধানসহ ডিজাইন ডিরেক্টর খুঁজছেন। তারা ২০ বা তারও অধিক বছরের অভিজ্ঞ ব্যক্তির সন্ধান করছেন। বিশেষ করে সংস্থাটি উভ-সাংস্কৃতিক (বাই-কালচারাল) প্রার্থীদের সন্ধান করছে, যারা একদিকে চীনাদের পছন্দের সঙ্গে পরিচিত এবং চীন ও আমেরিকার সাংস্কৃতিক ব্যবধানগুলো দূর করতে পারবেন।

সূত্রগুলোর মতে, টেসলার গ্লোবাল ডিজাইন প্রধান ফ্রাঞ্জ ভন হলঝাউসেন কিছু প্রার্থীর সাক্ষাত্কারও নিয়েছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য টেসলা ও হলঝাউসেনকে ই-মেইল করে কোনো সাড়া পাওয়া যায়নি।


পরামর্শক সংস্থা এলএমসি অটোমোটিভ অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার। চলতি বছর বাজারটিতে ১৫ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রির আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর এটি টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার।

বণিক বার্তা