নভেল করোনাভাইরাস মহামারীতে ২০২০ সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিয়েছিল। কিন্তু এমন পরিস্থিতিতেও গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে বিএমডব্লিউ। গত মঙ্গলবার এক ঘোষণায় জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি জানায়, ২০২০ সালে চীনে বিএমডব্লিউ গ্রুপের বিক্রি আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত বছর বিএমডব্লিউ ও এমআইএনআই ব্র্যান্ড দেশটিতে ৭ লাখ ৭৭ হাজার ৩৭৯টি গাড়ি সরবরাহ করেছে। খবর সিনহুয়া।

সংস্থাটি জানিয়েছে, ১৯৯৪ সালে চীনের বাজারে প্রবেশের পর এটি বিএমডব্লিউ গ্রুপের সর্বকালের সর্বোচ্চ বার্ষিক বিক্রি। গত বছর বিশ্বজুড়ে বিক্রি হওয়া মোট ২৩ লাখ বিএমডব্লিউ মিনি গাড়ির মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ বিক্রি হয়েছে চীনে।

বিএমডব্লিউ গ্রুপের চীন অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোচেন গোলার বলেন, মহামারীর বিরুদ্ধে সফলভাবে লড়াই এবং পাশাপাশি ২০২০ সালে অর্থনৈতিক পুনরুদ্ধারে চীনজুড়ে প্রচেষ্টা ও দৃঢ় স্থিতিশীলতা দুর্দান্ত ফল এনে দিয়েছে।

সামগ্রিকভাবে গত বছর বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড রোলস রয়েসসহ বিএমডব্লিউ গ্রুপের বিক্রি ২০১৯ সালের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে। যদিও চতুর্থ প্রান্তিকে এসে বিক্রিতে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।


গ্রাহক, ব্র্যান্ড ও বিক্রিবিষয়ক বিএমডব্লিউ এজির ব্যবস্থাপনা বোর্ডের সদস্য পিটার নোতা বলেন, চতুর্থ প্রান্তিকে শক্তিশালী বিক্রি পুনরুদ্ধারের মাধ্যমে আমরা বছরটি শেষ করতে পেরেছি এবং আমরা আবারো বিশ্বজুড়ে প্রিমিয়াম বিভাগে নেতৃত্ব দিয়েছি।

বণিক বার্তা