ফরেক্স মার্কেট এর ব্যাপ্তি ব্যাপক ও বিশাল। এটা শুধুই Buy Sell অথবা মনগড়া ব্যাখ্যার উপর দাড়িয়ে নেই। একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে প্রথমেই যে বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে মার্কেট সম্পর্কে জানা। কেন মুভমেন্ট হচ্ছে? একটা কারেন্সি পেয়ার সম্পর্কে না জেনে ট্রেডার এখানে ট্রেড করতে পারেনা। তখন প্রশ্ন আসে ফান্ডামেন্টাল। আসলে ফান্ডামেন্টাল কি? এটা কি শুধুই নিউজ ট্রেডিং?
না। যারা চর্চা করতে চায়না ফরেক্স মার্কেটে তারা এটাকে শুধুই এখানে সীমাবদ্ধ রেখেছে।

একটা দেশের অর্থনীতির সাথে যুক্ত প্রতিটি বিষয় ফান্ডামেন্টাল বা মৌলিক। যার উপর একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে।
ট্রেডার তখনি লস করে যখন কনফিডেন্স থাকেনা, আর কনফিডেন্স থাকে তখন যখন আপনি জানেন না কি করতেছেন। আপনি জানেন না ইনফ্লেশন কি, এর প্রভাব কীভাবে পড়ে মার্কেটে। জানেন না ইন্টারেট রেট কীসের উপর নির্ধারণ করা হয় এবং মার্কেটে এর স্থায়ী ভূমিকা কি।

বেকারত্বের হার কি সংশ্লিষ্ট মুদ্রার মানের সাথে?
আরো শত শত প্রশ্ন এবং বিষয় এড়িয়ে তো ফরেক্স ট্রেডিং সম্ভব না।
আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি ফরেক্স ট্রেডার, বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক মার্কেটে আপ নি যুক্ত যেখানে গড়ে প্রতিদিন ৩-৫ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। চিন্তা করা যায় কি বিশাল মার্কেট?
সুতরাং নিজেকে আগে গঠন করুন দেখবেন ফরেক্স ট্রেডিং আপনাকে ক্যারিয়ার গঠনের সুনিশ্চিয়তা দিবে।