নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপানের বড় বড় মেট্রো অঞ্চলে জরুরি অবস্থা চলছে। তার পরও স্থানীয় সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা আরো এক মাস এই জরুরি অবস্থা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন। এ পরিস্থিতির মধ্যেই গত মাসে জাপানে নতুন গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ লাখ ৮৪ হাজার ৪৪২ ইউনিটে দাঁড়িয়েছে। খবর মাইনিচি।

জাপান অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের দেয়া এ তথ্য ইঙ্গিত করে টোকিওসহ ১১টি অঞ্চলজুড়ে জারি থাকা জরুরি অবস্থার প্রভাব গাড়ি শিল্পে সীমিত ছিল।

তথ্য অনুযায়ী, মিনি কারগুলো বাদে গাড়ি বিক্রি ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ লাখ ৩৬ হাজার ৫৯২ ইউনিটে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন বছরের প্রথম মাসে জাপানি টয়োটা মোটর করপোরেশন বিক্রিতে দুই অংকের প্রবৃদ্ধি পেয়েছে। সংস্থাটির গাড়ি বিক্রি ১৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ লাখ ১৯ হাজার ৫০৪ ইউনিটে দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ে নিশান মোটর করপোরেশনের বিক্রি ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ হাজার ৪৩৮ ইউনিটে দাঁড়িয়েছে।

জানুয়ারিতে টোকিও ও অন্যান্য শহরাঞ্চলে ক্রমবর্ধমান স্থানীয় সংক্রমণ এবং দ্বিতীয় জরুরি অবস্থা জারির মধ্যে অর্থনীতিতে বিপর্যয় সত্ত্বেও উৎপাদন ও রফতানি পুনরুদ্ধারের লক্ষ্যগুলোর মধ্যে এ তথ্য প্রকাশিত হলো।


জাপান লাইট মোটর ভেহিকল অ্যান্ড মোটরসাইকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, জানুয়ারিতে ৬৬০ সিসির নিচের ইঞ্জিনবিশিষ্ট মিনি ভেহিকলের বিক্রি ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৫০ ইউনিটে দাঁড়িয়েছে। অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, জরুরি অবস্থা কখন ওঠানো হবে এবং এটি বাজারে কী ধরনের প্রভাব ফেলতে পারে, আমরা সে বিষয়ে নজর রাখছি।

বণিক বার্তা