কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গত বছর স্মার্টফোন বাজারে অভূতপূর্ব মন্দা দেখা দিয়েছিল। তবে ডিভাইস বিক্রির মন্দা কাটিয়ে চলতি বছর স্মার্টফোন বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে। চলতি বছর বৈশ্বিক বাজারে স্মার্টফোন বিক্রি ১৫৩ কোটি ইউনিটে পৌঁছবে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর স্মার্টফোন বিক্রি ১০ দশমিক ৫ শতাংশ কমেছে। তবে বৈশ্বিক স্মার্টফোন বাজার নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট মহামারীর ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। এখন রিমোট ওয়ার্ক এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রসারে মোবাইল ডিভাইসের চাহিদা বেড়েছে। যে কারণে চলতি বছর স্মার্টফোন বাজার আগের অবস্থায় ফেরার আশা করা হচ্ছে।

বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে চলতি বছর বড় ভূমিকা রাখবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত ডিভাইস। অনেক টেলিকম বাজারে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। গ্রাহক চাহিদার আলোকে ডিভাইস ব্র্যান্ডগুলো তুলনামূলক সাশ্রয়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহে গুরুত্ব দিচ্ছে। চলতি বছর বৈশ্বিক বাজারে মোট যত সংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হবে তার ৩৫ শতাংশ থাকবে ফাইভজি সমর্থিত।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বৈশ্বিক বাজারে স্মার্টফোন বিক্রি ১৫০ কোটি ইউনিটে পৌঁছায়। কভিড-১৯ মহামারীর অনিশ্চয়তার মধ্যে গত বছরজুড়ে স্মার্টফোন বিক্রি কমে ১৩০ কোটি ইউনিটে দাঁড়ায়। তবে চলতি বছর স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার এশিয়া প্যাসিফিক, পশ্চিম ইউরোপ এবং লাতিন আমেরিকায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাবে। এর সুবাদে বৈশ্বিক স্মার্টফোন বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বণিক বার্তা