বিশ্বজুড়ে চিপ সংকট দেখা দিয়েছে। যে কারণে চাহিদামাফিক ডিভাইস উৎপাদন করা সম্ভব হচ্ছে না। হাই-এন্ড ফিচার সংবলিত গাড়ি নির্মাতারাও চিপ সংকটে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতিতে অ্যাডভান্সড চিপ উৎপাদন জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস। এমন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগে নতুন অ্যাডভান্সড লজিক চিপ কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এ বিনিয়োগ যুক্তরাষ্ট্রে নতুন ১ হাজার ৮০০ কর্মসংস্থান সৃষ্টি করবে। খবর রয়টার্স।

বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা এবং বৃহৎ মেমোরি চিপ নির্মাতা স্যামসাং। অস্টিন কারখানায় ভবিষ্যতের জন্য আরো উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর ফলে আরো বেশি মার্কিন চিপ গ্রাহক আকৃষ্ট করতে পারবে স্যামসাং বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে স্যামসাং জানায়, অস্টিনে বিনিয়োগের বিষয়টি অনেকটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে থেকে কারখানা স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। ২০২২ সাল থেকে প্রধান মেশিনারিজ স্থাপন শুরু হবে এবং ২০২৩ সাল থেকে কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

মার্কিন প্রশাসন চাচ্ছে সেমিকন্ডাক্টর নির্মাতারা যুক্তরাষ্ট্রে কারখানা চালু করুক, যা কভিড-১৯ মহামারীর অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে। এরই অংশ হিসেবে গত বছর মে মাসে বিষয়টি নিয়ে প্রধান চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় বসেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের এমন উদ্যোগে সাড়া দিয়ে চিপ নির্মাতারা অভ্যন্তরীণ উৎস থেকে সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহের নিশ্চয়তা চেয়েছে।

বণিক বার্তা