প্রযুক্তি জায়ান্টদের একচেটিয়া কার্যক্রম নিয়ন্ত্রণে বেশকিছু অ্যান্ট-মনোপলি নীতিমালা ঘোষণা করেছে চীন। গত রোববার চীনের বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রযুক্তি জায়ান্টগুলো ইচ্ছেমতো দাম নির্ধারণ, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং বাজার নিয়ন্ত্রণে ডাটা ও অ্যালগরিদম ব্যবহার করতে পারবে না। খবর রয়টার্স।

গত নভেম্বরে প্রকাশিত খসড়া নীতিমালা রোববার চূড়ান্ত করেছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশ ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর)। প্রযুক্তি জায়ান্টদের বিভিন্ন একচেটিয়া চর্চার রাশ টেনে ধরতে এ নীতি গ্রহণ করেছে তারা। এ নীতিমালাগুলো ই-কমার্স সাইট যেমন আলিবাবা গ্রুপের তাওবাও, টিমল মার্কেটপ্লেস বা জেডি ডট কমের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের আলিপে বা টেনসেন্ট হোল্ডিংসের উইচেট পে-ও এ নীতিমালার আওতায় আসবে।

এসএএমআর তাদের নতুন নীতিমালা ঘোষণার সময় হুঁশিয়ারি দেয়, প্লাটফর্ম অর্থনীতিতে একচেটিয়া আচরণ বন্ধ করুন এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ রক্ষা করুন।

বিজ্ঞপ্তিতে এসএএমআর জানায়, বিভিন্ন কোম্পানি যেন বাজারে মূল্যনির্ধারণে, প্রযুক্তি নিয়ন্ত্রণে এবং বাজারে একচেটিয়া অবস্থান নিতে ডাটা ও অ্যালগরিদম ব্যবহার করতে না পারে তা তদারকি করা হবে।

প্রশ্নোত্তর পর্বে তদারকি সংস্থাটি জানায়, ইন্টারনেট সংশ্লিষ্ট একচেটিয়া অনেক আচরণ তাদের নজরে এসেছে এবং তা ক্রমেই বাড়ছে। এগুলো তদারকিতে তারা যে বেশ চ্যালেঞ্জের মুখে ছিল এ বিষয়টিও স্বীকার করেছে।

বণিক বার্তা