ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে বাংলাদেশের সম্ভাবনাময় উচ্চশিক্ষা খাতে বিনিয়োগের ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাত্কালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতগুলো বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। এদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালু করতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুল অত্যন্ত আগ্রহী। তবে তা নিশ্চিতকরণে তিনি বিদ্যমান নীতিমালাগুলোর কার্যকর ব্যবহারের আহ্বান জানান।

হাইকমিশনার উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এর ফলে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে আরো অধিক হারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে তিনি বাংলাদেশে ব্যবসা সহায়ক পরিবেশ আরো উন্নয়ন করা প্রয়োজন বলে মতপ্রকাশ করেন।

তিনি আরো বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে আগামী সপ্তাহ থেকে ব্রিটিশ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যেখানে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।