জাপানের তালিকাভুক্ত ৭৮টি আঞ্চলিক ব্যাংকিং গ্রুপ ও ব্যাংকগুলোর মধ্যে অর্ধেকের বেশি এপ্রিল-ডিসেম্বরের সময়কালে তাদের নিট মুনাফা কমেছে কিংবা লোকসান হয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ব্যাংকগুলো এমন ক্ষতির মুখে পড়েছে। শনিবার তাদের আয়ের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে। খবর মাইনিচি।

ব্যাংক অব জাপানের অতিস্বল্প সুদহারের মুদ্রানীতির কারণে ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা এক বছর আগের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ কমে ৫৭৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক তার ২ শতাংশ মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সুদহার প্রায় শূন্য শতাংশ এবং স্বল্পমেয়াদি সুদহার মাইনাস শূন্য দশমিক ১ শতাংশ বজায় রাখছে। মহামারীতে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোকে জামানত ছাড়াই ঋণ দিয়ে সরকার তাদের সহায়তা করছে। সরকারের দেয়া আর্থিক সহায়তাগুলোর জন্য দেশটিতে অনন্য একটি রেকর্ডও হয়েছে। ২০২০ সালে জাপানে করপোরেট দেউলিয়ার সংখ্যা ৩১ বছরের সর্বনিম্নে নেমে গেছে।

জাপানের একটি প্রধান আঞ্চলিক ব্যাংকের একজন নির্বাহী বলেন, কিছুটা প্রত্যাশা করা হলেও খারাপ ঋণ নিষ্পত্তি ব্যয় প্রায়ই ব্যয় করা হয়নি।

বণিক বার্তা