বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন নাইজেরিয়ার অর্থনীতিবিদ এনগজি ওকাঞ্জো-আইওয়েলা। প্রথম নারী ও আফ্রিকান শীর্ষ কর্তা হিসেবে গতকাল দায়িত্ব বুঝে নিয়েছেন ৬৬ বছর বয়সী নাইজেরিয়ান। খবর ব্লুমবার্গ।

১৬৪টি দেশের বাণিজ্য সম্পর্কের তদারককারী এ প্রতিষ্ঠানের প্রধানের গুরুত্ব খুবই বেশি। সেই পদে প্রথমবারের মতো বসছেন কোনো নারী। গত ৩১ আগস্ট ডব্লিউটিওর প্রধান হিসেবে রাবার্তো আজেবাদোর পদত্যাগের পর বেশ কয়েকজনকেই উত্তরসূরি বিবেচনা করা হচ্ছিল। তবে সব পূর্বাভাসেই ছিলেন নাইজেরিয়ান অর্থনীতিবিদ।


নবনির্বাচিত ডব্লিউটিও প্রধান বলছেন, করোনার ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তা কাটিয়ে ওঠাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনীতি চাঙ্গায় কাজ করে যাবেন তিনি।

বণিক বার্তা