চলতি বছর স্মার্টফোন উৎপাদন ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা নিয়েছে চীনভিত্তিক হুয়াওয়ে। সম্প্রতি কম্পোনেন্ট সরবরাহকারীদের এ বিষয়ে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।

সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি বছর সাত থেকে আট কোটি স্মার্টফোন উৎপাদনের জন্য সরবরাহকারীদের প্রয়োজনীয় কম্পোনেন্টের ক্রয়াদেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর নভেল করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর মধ্যেও ভালো ব্যবসা করেছে হুয়াওয়ে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত বছর ১৮ কোটি ৯০ লাখ ইউনিটের বেশি ডিভাইস সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এর আগের বছর বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহের চিত্র ছিল আরো নজরকাড়া। ২০১৯ সালে হুয়াওয়ে ব্র্যান্ডের স্মার্টফোন সরবরাহ ২৪ কোটি ইউনিটে পৌঁছেছিল।

হুয়াওয়ে চলতি বছর কোন কোন মডেলের উৎপাদন কমাতে যাচ্ছে তা স্পষ্ট করা হয়নি। আজ প্রতিষ্ঠানটির নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স২’ উন্মোচন করা হতে পারে। ডিভাইসটি প্রতিষ্ঠানটির ‘মেট এক্স’ ফোল্ডেবল ফোনের পরবর্তী সংস্করণ।

বণিক বার্তা