[IMG]http://forex-bangla.com/customavatars/1497342887.jpg[/IMG]
বৈশ্বিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম (ওএস) বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে উইন্ডোজ। তবে ২০২০ সাল শেষে গুগলের ক্রোমওএস ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় প্রথমবারের মতো ম্যাকওএসকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, ক্রোমওএস সাধারণত সস্তা ল্যাপটপে বেশি ব্যবহূত হয়। গত বছর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট কভিড-১৯ মহামারীর কারণে ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক দেশে স্কুলশিক্ষার্থীদ র দেয়া হয়েছে ক্রোমওএসচালিত ল্যাপটপ। এর ফলে বৈশ্বিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম খাতে ক্রোমওএসের দখল ১০ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় অবস্থান হারালেও গত বছর ম্যাকওএসের দখল ৬ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। এখন ৮০ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে উইন্ডোজওএস। এছাড়া ১ দশমিক ২ শতাংশের দখল রয়েছে লিনাক্সভিত্তিক বিভিন্ন অপারেটিং সিস্টেম।