নভেল করোনাভাইরাস মহামারীর অব্যাহত ধাক্কায় গত মাসে যুক্তরাজ্যের বেকারত্ব হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে। গত মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) প্রকাশিত উপাত্তে দেখা গেছে, চতুর্থ প্রান্তিকে বেকারত্ব হার পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেড়েছে এবং তা বছরওয়ারি বেড়েছে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট। সংখ্যায় তৃতীয় প্রান্তিকের চেয়ে চতুর্থ প্রান্তিকে চাকরি প্রার্থীর সংখ্যা ১ লাখ ২১ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪০ হাজার। এতে ২০১৬ পরবর্তী সর্বোচ্চ বেকারত্ব হার দেখল করোনায় ধুঁকতে থাকা যুক্তরাজ্য। খবর ব্লুমবার্গ ও ইনডিপেনডেন্ট।

লকডাউনের কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে ধস নেমে এসেছে। শুধু সেখানেই নয়, বিশ্বের বেশির ভাগ দেশেই করোনা মহামারীর কারণে অর্থনীতির গতি কমে গেছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। ছোট-মাঝারি বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে এসব প্রতিষ্ঠানে কাজ করা মানুষ অসহায় হয়ে পড়েছে।

করোনা মহামারী শুরুর পর থেকেই লকডাউন জারি করে যুক্তরাজ্য। করোনার বিস্তার ঠেকাতে জারি করা হয় কঠোর বিধি-নিষেধ। মহামারীর কারণে গত ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়েছে দেশটি।

বণিক বার্তা