এ মাসের শেষে বড় ধরনের ইভেন্ট আয়োজন করতে পারে অ্যাপল। ওই আয়োজনে স্মার্ট ট্র্যাকার ট্যাগ, এয়ারপডস ৩ বা আইপ্যাড প্রো’র আপডেট আসতে পারে। সম্প্রতি অ্যাপলের তথ্য ফাঁসকারী হিসেবে খ্যাত এক সূত্র থেকে ইঙ্গিত এসেছে এ ব্যাপারে।অ্যাপলে তথ্য ফাঁসকারী জন প্রসার সোমবার জানান, মার্চের ২৩ তারিখে আয়োজিত হতে পারে ওই অ্যাপল ইভেন্ট।প্রযুক্তি িষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের ইয়ারবাড দেখতে অনেকটাই ‘এয়ারপডস প্রো’ এর মতো হবে। পরবর্তী প্রজন্মের ইয়ারবাডে দেখা মিলতে পারে স্থানিক অডিও সমর্থন এবং স্পর্শ নিয়ন্ত্রণের।অন্য িকে, ২০২০ সালেই চলে আসার কথা ছিলো এয়ারট্যাগস ট্র্যাকিং ডিভাইসের। কিন্তু পরে তা আর আনেনি অ্যাপল।গত শরতে প্রতিষ্ঠানটি নিজস্ব নকশার এম১ চিপ সম্বলিত নতুন ম্যাক, আইফোন ১২, অ্যাপল ওয়াচ ৬ এবং কয়েকটি নতুন আইপ্যাড উন্মোচন করেছিলো।অ্যাপল বর্তমানে এআর/ভিআর হেডসেট এবং স্মার্ট গ্লাস নিয়ে কাজ করছে বলে খবর রটেছে। গত সপ্তাহের শেষে আবার আইম্যাক প্রো আর তৈরি করবে না বলে জানা গিয়েছে।আয়োজনের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
[IMG]http://forex-bangla.com/customavatars/1756084730.jpg[/IMG]