বিদ্যুত্চালিত যানবাহনের (ইভি) বাজারে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ব্র্যান্ডে পরিণত হওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। বৈশ্বিক বিদ্যুত্চালিত গাড়ি জায়ান্ট টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের টেকসই অবস্থান ধরে রাখতে চায় তারা। খবর এএফপি।

সম্প্রতি ফক্সওয়াগন এক পূর্বাভাসে জানায়, ২০৩০ সালের মধ্যে ইউরোপে ফক্সওয়াগন ব্র্যান্ডের ৭০ শতাংশেরও বেশি বিদ্যুত্চালিত যানবাহন বিক্রির রেকর্ড স্পর্শ করবে। যদিও এর আগে ইউরোপে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ছিল মোট বিক্রির ৩৫ শতাংশ। যুক্তরাষ্ট্র ও চীন নিয়ে তাদের নতুন পরিকল্পনায় উল্লিখিত সময়সীমার মধ্যে দেশ দুটিতে বিক্রি করা অর্ধেক গাড়ি হবে বিদ্যুত্চালিত। সে লক্ষ্যে বাজারের চাহিদা ও প্রতিযোগিতায় টিকে থাকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা