তারবিহীন চার্জিং প্রযুক্তিতে নতুন একটি পেটেন্টের আবেদন করেছে চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। যেটি নির্ধারিত দূরত্বে কার্যক্রম পরিচালনা করতে পারবে। খবর আইএনএস।

আইটিহোমের এক প্রতিবেদন অনুসারে, সিএন১১২৫৬৪২৯৫এ প্রকাশনা নম্বর সংবলিত এ পেটেন্ট তারবিহীন চার্জিং প্রযুক্তির অন্তর্গত। এ প্রযুক্তিতে শক্তি প্রবাহের জন্য নির্ধারিত দূরত্বে দুটি কয়েল বসাতে হয়। এ পেটেন্টের মাধ্যমে হুয়াওয়ে তারবিহীন চার্জিং প্রক্রিয়ার দূরত্ব বাড়াতে পারবে। যারা স্মার্ট ব্রেসলেট ও ঘড়ি ব্যবহার করেন, তাদের জন্য এ প্রযুক্তি খুবই কার্যকর হবে।

সম্প্রতি হুয়াওয়ে এক বিবৃতিতে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন নির্মাতাদের এ প্রযুক্তি ব্যবহারে নির্ধারিত মূল্য পরিশোধের ঘোষণা দিয়েছে।


সম্প্রতি শেনজেনের হেডকোয়ার্টারে প্রতিষ্ঠানটি নিজেদের উদ্ভাবন এবং অর্জিত সম্পত্তির ব্যাপারে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। যেখানে প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবনে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বড় পেটেন্ট হোল্ডারে পরিণত হয়েছে বলে উল্লেখ করে।

বণিক বার্তা