যুক্তরাজ্যে ব্যবসা করছে এমন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ করের নাম দেয়া হয়েছে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স। এর বিপরীতে যুক্তরাজ্যের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত কর বাড়ানোর ‘হুমকি’ দিয়েছে মার্কিন প্রশাসন। খবর বিবিসি।

বাইডেন প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী সিরামিক, মেকআপ সামগ্রী, ওভারকোট, গেমস কনসোল ও ফার্নিচার শিল্পগু এ করের আওতায় পড়বে। তবে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা কেবল নিশ্চিত করতে চান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পরিমাণে কর দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এ হারে রফতানি কর বাড়ায়ই, তাহলে আমরাও এটা বিবেচনায় রাখব যেন যুক্তরাজ্যের স্বার্থ ও শিল্পের কোনো ক্ষতি না হয়।

ওয়াশিংটন বলছে, সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর যে ডিজিটাল সার্ভিস কর আরোপ করা হয়েছে, তা অযৌক্তিক, বৈষম্যমূলক এবং প্রতিষ্ঠানগুলোর ওপর বোঝার মতো। যুক্তরাজ্যের যে সিরামিক পণ্যগুলো যুক্তরাষ্ট্রের বাজারে বেশি জনপ্রিয়, সেগুলোর মধ্যে রয়েছে টাইলস, বাথরুমের ফিটিংস, যেমন বেসিন, সিংক, কমোড, ল্যাবরেটরি পণ্য ইত্যাদি। ২০২০ সালে অন্তত ১ কোটি ৭০ লাখ পাউন্ড মূল্যমানের এসব পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করেছে যুক্তরাজ্য। ২০১৯ সালে করোনা মহামারীর আগ পর্যন্ত এ পরিমাণ ছিল ২ কোটি ৪০ লাখ পাউন্ড।

এখন পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সিরামিক ব্যবসায়ীদের সংগঠন। এছাড়া ইউকে ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডাম ম্যানসেল বলেন, এ হুমকি চরম হতাশামূলক। দুই দেশের সরকারেরই উচিত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা।

বণিক বার্তা