আট বছর মেয়াদি অবকাঠামো পরিকল্পনার আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে অন্তত ১০ হাজার কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে ইন্টারনেট পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়েই এমন পরিকল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

যুক্তরাষ্ট্রে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা নিয়ে অভিযোগ অনেক পুরনো। অন্য ধনী দেশগুলোর তুলনায় এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার দাম কিছুটা বেশি। ফলে লাখ লাখ আমেরিকানের কাছেই বিশ্বকে হাতের মুঠোয় পুরে দেখার ডিজিটাল সুবিধা গ্রহণের সুযোগ পৌঁছায় না। কোম্পানিগুলোও নিম্ন আয়ের মানুষের জন্য এ পরিষেবা চালুর ক্ষেত্রে কোনোরকম আগ্রহ দেখায় না। ফলে এবার সব আমেরিকানকে ইন্টারনেট পরিষেবার আওতায় আনার পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের প্রস্তাবিত ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো পরিকল্পনার এ প্যাকেজে ১০ হাজার কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার লক্ষ নিয়ে।

বাইডেনের এ নীতিকে ইন্টারনেট পরিষেবার খরচ কমাতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ব্রডব্যান্ড সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাবনা পত্রে বলা হয়, আমেরিকানরা ইন্টারনেট সেবা গ্রহণের জন্য অনেক বেশি অর্থ পরিশোধ করে থাকেন।

বণিক বার্তা