ইন্টারনেটভিত্তিক সংস্থাগুলোকে ডিজিটাল কর আরোপ করছে ছয়টি দেশ। ফলে দেশগুলোয় গুগল, ফেসবুক ও অ্যামাজনের মতো মার্কিন সংস্থাগুলো করের আওতায় আসছে। এমন পরিস্থিতিতে প্রতিশোধ হিসেবে ছয়টি দেশের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ শুল্কের পরিমাণ বার্ষিক প্রায় শত কোটি ডলার হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের (ইউএসটিআর) প্রকাশিত নথি অনুযায়ী, এক্ষেত্রে অস্ট্রিয়ান গ্র্যান্ড পিয়ানো ও ব্রিটিশ নাগরদোলা থেকে তুর্কি কার্পেট এবং ইতালীয় ছোট মাছ পর্যন্ত বার্ষিক ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতে পারে। খবর ব্লুমবার্গ।

মার্কিন সংস্থাগুলোকে করের আওতায় নিয়ে আসা ছয়টি দেশের ওপরই ইউএসটিআর শুল্ক আরোপের প্রস্তাব করেছে। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, মার্কিন সংস্থাগুলোয় আরোপিত করের মোট বার্ষিক মূল্য প্রায় ৮৮ কোটি ডলার। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) প্রতিটি স্বতন্ত্র দেশের ডিজিটাল কর একটি বৈশ্বিক মানে নিয়ে আসার চেষ্টা করছে। যদিও সংস্থাটি এখনো চুক্তিতে পৌঁছতে পারেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ওইসিডির কার্যক্রম সমর্থন করে। তবে তারা শুল্কসহ বিকল্পগুলোও বজায় রাখবে।

বণিক বার্তা