আরো টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন পুতিন, রাশিয়ার সংবিধানে এতদিন কারো টানা তিন মেয়াদ দেশটির প্রেসিডেন্ট থাকার সুযোগ ছিল না। এ কারণে টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট কখনোই পরবর্তী নির্বাচনে এ পদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। তবে এখন আর সে বাধা নেই। ২০২৪ সালে টানা দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর আরো দুই মেয়াদ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য সংবিধানে আনীত সংশোধনীতে অনুমোদনও দিয়েছেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, এ সংশোধনীর মাধ্যমে আরো দুই মেয়াদ নিজের ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করে নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সরকারের আইন সংক্রান্ত একটি পোর্টালের তথ্য অনুযায়ী, আজ সোমবার এ সংক্রান্ত একটি আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তিনি। এর ফলে বর্তমান মেয়াদ শেষে পর পর আরো দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সুযোগ পাবেন পুতিন। সেক্ষেত্রে সবগুলোয় জয়লাভ করলে ২০৩৬ সাল পর্যন্ত একটানা রাশিয়া শাসন করতে যাচ্ছেন তিনি।
[IMG]http://forex-bangla.com/customavatars/1658218826.jpg[/IMG]