গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ওরাকলের প্রযুক্তি কপি করা হয়েছে, এক দশক ধরে চলা এ মামলার নিষ্পত্তি করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ওরাকলের পক্ষে রায় দিলেও উচ্চ আদালতে গুগলকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর বিবিসি।

২০১০ সালে কপিরাইট লঙ্ঘন মামলায় ওরাকলের অভিযোগ ছিল, গুগল তাদের কম্পিউটার কোড নকল করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বলা হচ্ছে বিশ্বের বেশির ভাগ স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে, তা যুক্তরাষ্ট্র সরকারের কপিরাইট আইন লঙ্ঘন করছে না। গুগল তাদের অ্যান্ড্রয়েডে ওরাকলের যে সফটওয়্যার ব্যবহার করেছে, তা যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের ফেয়ার ইউজ নীতিমালা লঙ্ঘন করেনি। গুগলের বিপক্ষে নিম্ন আদালতের দেয়া রায় ৬-২ এ বাতিল করেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারকরা।

বিশ্বের ৭০ শতাংশ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়। গুগলের বিরুদ্ধে গেলে তা শতকোটি ডলার জরিমানায় ঠেকত। রায়ে বিচারপতি স্টিফেন বেয়ার লেখেন, ওরাকল তাদের কোডে কপিরাইট আরোপ করে ভবিষ্যতে জনসাধারণের সৃজনশীলতা ও নতুন প্রোগ্রাম তৈরির সম্ভাবনা সীমিত করবে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে চালকের আসনে বসবে ওরাকল।

বণিক বার্তা