যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে। যদিও মজুদ কমে যাওয়ার বিষয়টি আগেই অনুমিত ছিল। তবে এটি প্রত্যাশার চেয়ে বেশিই কমেছে। বিপরীতে বেড়েছে গ্যাসোলিনের মজুদ। জ্বালানি পণ্যটির মজুদ এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশ ের (ইআইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ইআইএ বলছে, চলতি মাসেই ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে ৩৫ লাখ ব্যারেল, যেখানে ১৪ লাখ ব্যারেল কমার প্রত্যাশা করা হয়েছিল। এ সময় পর্যন্ত জ্বালানি পণ্যটি মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ১৮ লাখ ব্যারেলে।

ইআইএর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের মজুদ বেড়েছে প্রায় ৪০ লাখ ব্যারেল। এ সপ্তাহে জ্বালানি পণ্যটির মজুদ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫ লাখ ব্যারেলে, যেখানে আগের প্রাক্কলনে মজুদ ২ লাখ ২১ হাজার ব্যারেল কমে যাওয়ার আশঙ্কা ছিল। মূলত গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের চাহিদা বেশ বাড়ে। সে কারণেই জ্বালানিটির মজুদ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত মজুদ না কমে উল্টো বাড়তে শুরু করেছে।

বণিক বার্তা