চীনকে প্রভাবিত করার লক্ষ্যে নতুন নীতি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে এ-সংক্রান্ত বিল ‘দ্য স্ট্যাটাজিক কম্পিটিশন অ্যাক্ট ২০২১’ উত্থাপন করা হয়েছে। ফলে এ বিল অনুমোদন পাওয়ার পর দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে লড়াইটা আরো জোড়দার হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ইনস্ট্রাক্টর ও সাংহাইভিত্তিক টাইডাল ওয়েভ সলিউশনের অংশীদার ক্যামেরন জনসন বলেন, নতুন এ মার্কিন নীতি চীনের প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর গভীরভাবে প্রভাব ফেলবে। তিনি বলেন, এ নীতির ফলে নতুন প্রযুক্তি উন্নয়ন, বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা, মার্কিন মিত্রদেশগুলোয় বিক্রি, চীন সরকারের কাছ থেকে সমর্থন আদায় করার পাশাপাশি মার্কিন প্রযুক্তি খাত কীভাবে বৈশ্বিক সরকারব্যবস্থা ও মান নিয়ন্ত্রণকে প্রভাবিত করবে তা নির্ধারণ করা হয়েছে।

২৮৩ পৃষ্ঠার এ বিলে বিজ্ঞান ও প্রযুক্তিসংক্রান ত বিভাগে আইনপ্রণেতারা আমেরিকান কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী তাদের বিক্রয় সরবরাহ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা করার কথা উল্লেখ করেন। নীতির আলোকে কোম্পানিগুলোকে ৫জি মোবাইল নেটওয়ার্ক ও সমুদ্র তলদেশের মধ্য দিয়ে কেবল সরবরাহে সম্পূর্ণ ও আংশিক সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যিক আলোচনায় সহযোগিতা ও সাইবার নিরাপত্তার জোরদার করতেও সহযোগিতা করা হবে। আগামী সপ্তাহে এ নতুন নীতি নিয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

বণিক বার্তা