কভিড-১৯ মহামারীর কারণে দেশের অর্থনীতিকে সহায়তা দিতে প্রচুর পরিমাণে ঋণ করতে হচ্ছে যুক্তরাজ্য সরকারকে। এ ঋণের পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি। খবর বিবিসি।

জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, সরকারের কর থেকে আয় ও ব্যয়ের মধ্যে পার্থক্য মার্চ মাসে এসে পৌঁছেছে ৩০ হাজার ৩০০ কোটি পাউন্ডে। আগের বছরের সঙ্গে ঋণের পার্থক্য প্রায় ২৫ হাজার কোটি পাউন্ড। শুধু মার্চে ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৮০০ কোটি পাউন্ড, যা অতীতের যেকোনো মার্চের চেয়ে সর্বোচ্চ।

ইনস্টিটিউট অব ফিসক্যাল স্টাডিজের পরিচালক পল জনসন বলেন, রেকর্ড পরিমাণ ঋণের পরও বার্ষিক ঋণের পরিমাণ এক মাস আগের প্রত্যাশার চেয়ে ভালো। ঋণের পরিমাণ গত বছরও ছিল ২৫ হাজার কোটি পাউন্ড। তিনি বলেন, গত বছরের মন্দা এর একটি কারণ হলেও বড় কারণটি হলো, গত বছর দেশের অর্থনীতিকে সহায়তা করতে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হচ্ছে, সরকার একই সঙ্গে ৩০ হাজার ৩০০ কোটি পাউন্ড ঋণ নিতে চাইছে, এটা একটা রেকর্ড। পাশাপাশি সরকারের এ সিদ্ধান্ত কিছুটা স্বস্তিও দিচ্ছে। কারণ মহামারীতে সরকার সাধারণ মানুষকে আরো বেশি সহায়তা করতে চায়।


মার্চের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, কর দেয়ার হার তুলনামূলক পরিমাণে কম। তবে মূল্য সংযোজন কর, জ্বালানি শুল্ক আর ব্যবসার দর কমেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সাধারণ মানুষ ও ব্যবসার সহায়তায় জন্য সরকারের খরচ হয়েছে ২০ হাজার ৩২০ কোটি পাউন্ড। একই সময়ে কর ও বীমা বাবদ জমার পরিমাণ কমেছে ৩ হাজার ৪৯০ কোটি পাউন্ড, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ কম।

বণিক বার্তা