মার্কিন রাইড শেয়ারিং সার্ভিস লিফটের স্বনিয়ন্ত্রিত গাড়ি তৈরির ইউনিটটি কিনে নিয়েছে জাপানের টয়োটা মোটরস। এজন্য টয়োটাকে গুনতে হয়েছে মোট ৫৫ কোটি ডলার। আরেক রাইড শেয়ারিং সার্ভিস উবারও গত বছর এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছিল। নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে টিকে থাকার সংগ্রামে আপাতত কেবল মূল কাজগুলোতেই মনোনিবেশ করছে প্রতিষ্ঠানগুলো। তাই অন্য খাতগুলো বন্ধ করে হলেও টিকে থাকতে চাইছে। খবর এএফপি।

দ্য লিফট অপারেশনস, যা লেভেল ফাইভ নামে পরিচিত ছিল, সেটি এখন উভেন প্ল্যানেট হোল্ডিং হিসেবে পরিচিত হবে। এটি টয়োটা মোটর করপোরেশনের অধীন প্রতিষ্ঠান। যেখানে প্রায় ১ হাজার ২০০ কর্মী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্বনিয়ন্ত্রিত গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করবে।


চুক্তি অনুযায়ী লিফটকে মোট ৫৫ কোটি ডলার দেবে টয়োটা। এর মধ্যে ২০ কোটি ডলার দেয়া হবে অগ্রিম ও বাকি ৩৫ কোটি ডলার দেয়া হবে পাঁচ বছর ধরে। উভেন প্ল্যানেটের প্রধান নির্বাহী জেমস কুফনার বলেন, আমরা বিশ্বজুড়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যে কাজ করে যাচ্ছি, এ অধিগ্রহণ সে কাজকে এক ধাপ এগিয়ে নেবে। এ চুক্তির মাধ্যমে আমরা মানুষ, সম্পদ ও অবকাঠামোর মধ্যে একটি সম্পর্ক তৈরি করব। যা এ পৃথিবীকে প্রযুক্তির মাধ্যমে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সবার জন্য একটি সুখী ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বণিক বার্তা